উত্তর: আপনার এটার জানার দরকার টা কী? কে সঠিক পথে আছে, কে গুমরাহের পথে আছে, এটা ঠিক করার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন। আল্লাহ কেয়ামতে সেটি করবেন। আপনার দায়িত্ব হল আপনি নিজে কতটুকু হেদায়াতের ছায়াতলে আছেন সেটি জানার চেষ্টা করুন। তার জন্যে কোনো দলের খোজ করার দরকার নেই। আপনার কাছে মহাজ্ঞানের বার্তা আল-কুরআন আছে। এছাড়া কুরআনের ব্যাখ্যা-তাফসিরে এত ভাল ভাল কাজ হচ্ছে যা আরবির চেয়ে কোন অংশ কম নয়। সেগুলো দেখুন। নিজে পড়ুন। পড়তে পড়তে কোথাও বুঝতে অসুবিধা হলে একজন ভাল আলে্মের পরামর্শ নেন। ইসলামে রাসুলের তরিকা অনুসরণে বড় রকম এখতেলাফ কখনো ছিল না। নামাজ, রোজা, হজ্ব জাকাত, চরিত্র-শরীরে পবিত্রতা আনার চেষ্টা করা এগুলো মানুন। এর জন্যেই আপনাকে ইসলাম জানতে হবে। এর বাইরে কোন দল হেদায়াতের পথে আছে, কোন দল গোমরাহির পথে আছে, এই ফয়সালা আল্লাহর হাতে ছেড়ে দিন।